Home » আটোয়ারীতে ০১ জানুয়ারি বই উৎসব-২০২৪ পালিত হয়েছে

আটোয়ারীতে ০১ জানুয়ারি বই উৎসব-২০২৪ পালিত হয়েছে

by নিউজ ডেস্ক

আটোয়ারী প্রতিনিধি: “মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা” ম্লোগান নিয়ে সারাদেশের ন্যায় প গড়ের আটোয়ারীতেও ২০২৪ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম, বই উৎসব পালিত হয়েছে। সোমবার ( ১ জানুয়ারি) সকালে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় , আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব দিবস উদ্বাধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফারুক হোসেনের স ালনায় স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক শরমিন পারভীন। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এখানে সহকারী শিক্ষক তারা মোহন বর্মনের স ালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। ফকিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাড: মোঃ আনিছুর রহমান। সহকারী শিক্ষক বাহারাম সিদ্দিকীর স ালনায় বই উৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক রেজা আল মামুন। বই উৎসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, ইংরেজি ভাষায় বক্তব্য পেশ করেন সদ্য উত্তীর্ণ ৭ম শ্রেণির ছাত্রী হাদিয়াতুছ ছুবহা। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে অতিথিগণ বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, নতুন বই শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। নতুন বই শিশুদেরকে উজ্জীবিত ও অনপ্রাণিত করে। সময়ের পরিক্রমায় এটি এখন বই উৎসবে পরিনত হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বিনামূল্যে বই বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন