Home » আটোয়ারীতে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

আটোয়ারীতে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

by নিউজ ডেস্ক

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার পক্ষ থেকে বুধবার ( ১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি , আটোয়ারী উপজেলা শাখার সভাপতি রেজা আল মামুন-এর সভাপতিত্বে এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোর্শেদ(মানিক), উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। আরো বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাহারাম সিদ্দিকী, শহীদ মুক্তিযোদ্ধা সৈয়দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ চন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের অন্যান্য কর্মকর্তা, প্রাথমিক শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। চেয়ারম্যানগণের সংবর্ধনার আগে একই মঞ্চে তিন জন প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখা। শিক্ষকগণ হলেন, রাণীগঞ্জ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ ফাতেমা বেগম, পশ্চিম বামনকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ ও গিরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হামিদুর রহমান। অবসরজনিত বিদায়ী শিক্ষকগণকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন