Home » আটোয়ারী উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন

আটোয়ারী উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন

by নিউজ ডেস্ক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ সাধারণ মানুষ সহ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার হতে কলেজ মোড়, এবং উপজেলা সদর হতে পল্লীবিদ্যুৎ মোড় পর্যন্ত গুরুত্বপুর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বাজারের বিভিন্ন গলিতে বসানো হয় এসব সিসি ক্যামেরা। সার্বক্ষনিক আইনশৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষন করা সহ সর্বসাধারনের জানমালের নিরাপত্ত্বার কথা বিবেচনা করে প্রায় অর্ধশত সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সোমবার( ১৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্যদিয়ে তথ্যপ্রযুক্তির এই যূগে আরেক ধাপ এগিয়ে গেল আটোয়ারী উপজেলা । এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান,নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ,বণিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর ক্যামেরায় পৃথক পৃথক কন্ট্রোল রুম করা হয়েছে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে ও আটোয়ারী থানায় । এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারটি একটি প্রচীন ও বৃহত্তম বাজার। এই বাজারে স্থানীয় ও বাহিরের ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকে সবসময়। বিপুল জনসমাবেশের কারণে বাজারে প্রায়ই চুরির ঘটনা ঘটলেও প্রমানের অভাবে অনেক সময় অপরাধীরা পার পেয়ে যায়। এতে উদ্বিগ্ন বাজারের ব্যবসায়ীরা। সিসি ক্যামেরা লাগানোর ফলে এখন ওই এলাকাসমুহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নজরদারীতে। কোথাও কোন চুরি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে। বাজার সহ গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের ফলে এলাকাগুলো প্রশাসনের নজরদারীতে থাকায় ব্যবসায়ী,পথচারী সহ সাধারণ মানুষ আগের চেয়ে বেশী নিরাপদ থাকবে ।

You may also like