Home » ইএসডিও আরএমটিপি’র আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

ইএসডিও আরএমটিপি’র আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: মংগলবার (২২ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পারপুগী গ্রামে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দুতাবাস (ড্যানিডা) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো সোশ্যাল ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)’র নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের মাধ‍্যমে ডিএলএস, খামারি ও অন্যান্য পক্ষদের নিয়ে যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:সাইদুর রহমান (প্রিয়াম) উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সদর ঠাকুরগাঁও, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আরএমটিপি’র প্রকল্প ব্যাবস্থাপক জনাব ডাঃ বাবুল চন্দ্র বর্মন, ভিসিএফ হাসানুর রহমান, মো:ওমর ফারুক, পিটার কল্লোল বাগচী আরও উপস্থিত ছিলেন এভিসিএফ মো: আলমগীর হোসেন, লিড খামারিসহ এছাড়াও ইএসডিও‘র অন্যান্য উন্নয়নকর্মী বৃন্দ, এলএসপি, প্রাণি খাদ্যের ব্যাবসায়ী, ঘাস ব্যবসায়ী সহ প্রায় দুই শতাধিক খামারি উপস্থিত ছিলেন। উক্ত মাঠদিবসে প্রকল্পের পিএম আর এমটিপি প্রকল্প সম্পর্কে সামগ্রীকভাবে আলোচনা করেন। এ সময় ইউএলও ডা: সাইদুর রহমান খামারিদের উদ্দেশে নিরাপদ দুধ এবং মাংস উৎপাদনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ভিসিএফ মোঃ হাসানুর রহমান এর সঞ্চালনায় প্রাণি খাদ্য বিষয়ে বিভিন্ন আলোচনা করেন এবং লিড খামারিরা রেডিফিড, ঘাস, সাইলেজ ও পুষ্টি প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন করেন। পরে খামারিদের নিয়ে লাকি কুপন এর আয়োজন করা হয়। এতে প্রায় ৩০ জন খামারিকে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়। এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে খামারিরা বেশ উচ্ছ্বাসিত এবং তারা মনে করেন যে তারা নতুন কিছু শিখেছেন এবং জেনেছেন। সেগুলো তাদের খামারে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান ও নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে সচেষ্ট থাকবেন।

You may also like