১৫৫
নবীন হাসান : ইকো পাঠশালা এন্ড কলেজ, ঠাকুরগাঁও-এর উদ্যোগে আজ “বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৩” এ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের সাফল্যের জন্য শুভকামনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে ড. সেলিমা আখতার বলেন, “শিক্ষার্থীদের এই অর্জন আমাদের সকলের জন্য গর্বের বিষয়। তারা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, সমগ্র জেলার সুনাম বৃদ্ধি করেছে।” তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও মনোযোগের সাথে পড়াশোনা করার জন্য পরামর্শ দেন এবং ভবিষ্যতে আরো সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফলও ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষকবৃন্দ ও অভিভাবকমণ্ডলী। শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকরাও আনন্দিত ও গর্বিত প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সংবর্ধনা শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। অনুষ্ঠানটি শেষে অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের উন্নতি ও শিক্ষা বিষয়ক নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এমন আয়োজন শিক্ষার্থীদের উৎসাহ যোগানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ।