লোকায়ন রির্পোট ॥ ইকো পাঠশালা, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ শাখার শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারের নির্দেশনায় উপাধ্যক্ষ জহুরাতুন নেছে জুসনী’র নেতৃত্বে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শতাধিক শিক্ষার্থী এই সফরে অংশ নেন। এসময় তারা ঠাকুরগাঁ সদর উপজেলার লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের মুক্তিযুদ্ধ গ্যালারি, নদী গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারি, তৃণমূল লোকজ গ্যালারি ঘুরে দেখেন এবং অদিকালের কৃষিজ উপকরণ ও সাংস্কৃতিক, উপকরণ/বাদ্যযন্ত্র, ধর্মীয়/মাঙ্গলিক উপকরণ, ক্রীড়া/বিনোদন উপকরণ, গৃহস্থালি উপকরণ, বৈবাহিক উপকরণ, মৃৎ শিল্প ও লোকশিল্প উপকরণ পর্যক্ষেণ করেন। এসময় শিক্ষকগণ প্রত্যেক শিক্ষাথীর্ দের সবকিছু দেখতে ও বুঝতে সহায়তা প্রদান করেন। পরে শিক্ষার্থীরা জাদুঘর চত্বরে শিশুদের জন্য রক্ষিত দোলনাসহ অন্যান্য বিনোদনে অংশ নিয়ে আনন্দ উপভোগ শেষে নিজ পতিষ্ঠানে ফিরে যায়। যাওয়ার পথে শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যতিক্রমী জীবনবৈচিত্র্য লোকায়ন জাদুঘর প্রতিষ্ঠাতার জন্য এর প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
২৯৭