লোকায়ন রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে উৎসব মূখর পরিবেশে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব ২০২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক সম্মেলন কক্ষে বিএফএফ-সমকাল সুহৃদ সমাবেশ জেলা শাখা প্রতিযোগিতার আয়োজন করে।
বির্তক উৎসব প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার লিজা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, জেলা শিশু বিষয় কর্মকর্তা জবেদ আলী, বিজিবি হাসপাতালের ডেন্টাল সার্জন ইহসানুল ইসলাম ইহসান, চ্যালেন টুয়েন্টিফোরের প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, এটিএন নিউজের প্রতিনিধি এমএ সামাদ, বৈশাখি টিভির প্রতিনিধি নাহিদ রেজা, বার্তা টুয়েন্টিফোরের প্রতিনিধি রবিউল এহসান রিপন, সুহৃদ সমাবেশ জেলা শাখার সাধারণ সম্পদক প্রভাষক নূরে আলম, সাংগঠনিক সম্পাদক জীবন আলী, সদস্য আনছারুল ইসলাম, নাসিরুল ইসলাম, সারমিন আক্তার, সুমন আলী, হৃদয়, মিঠুন আলী, লিয়ন, নোমান, মেহেদী হাসান, বাবু, মাসুম, কুরবান আলী, খালেফোত হোসেন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সমকালের জেলা প্রতিনিধি শামসুজ্জুহা। বির্তক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও রোড কলেজের প্রভাষক আরিফ আলী, জামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ট প্রসাদ রায়। মটারেটরের দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয় কর্মকর্তা জবেদ আলী।
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব ২০২৪ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয় আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয় কালেকক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হোসেন।
বির্তক উৎসবে অংশ অংশগ্রহণ করেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, মথুরাপুর পাবলিক হাই স্কুল, রোড বালিকা উচ্চ বিদ্যালয় ও আমানত উল্লাহ আসলামী একাডেমীর শিক্ষার্থীরা। পরে অতিথিরা জাতীয় বিজ্ঞান উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
এর আগে সকাল ১০ টায় ৮ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত বির্তক উৎসবের উদ্বোধন করেন সুহৃদ সমাবেশ জেলা শাখার সভাপতি ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সাবেক সভাপতি মাহমুদ হাসান রাজু। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠ প্রমূখ।
উৎসব মূখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে বির্তক উৎসব অনুষ্ঠিত
২৭৪