Home » চলতি অর্থবছরে রংপুর জেলায় ১ লাখ ৩২ হাজার গবাদি পশুকে চিকিৎসা প্রদান

চলতি অর্থবছরে রংপুর জেলায় ১ লাখ ৩২ হাজার গবাদি পশুকে চিকিৎসা প্রদান

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

চলতি অর্থবছরে রংপুর জেলার ৮টি উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৬৮টি গবাদি পশুকে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে রংপুর জেলা প্রাণিসম্পদ অফিস গবাদি পশুর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া গবাদি পশুর জাত উন্নয়নের লক্ষ্যে ৬৩ হাজার ৬৬টি কৃত্রিম প্রজনন সম্পন্ন হয়েছে। যা থেকে ২৫ হাজার ২৬৪টি সংকর জাতের বাছুর উৎপাদিত হয়েছে। চলতি অর্থবছরে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে জন্য ৩২ হাজার ৩৭৮ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

You may also like