৫৩
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: চাঁদাবাজি ও ভূমি জবরদখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলামকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিশেষ আদালতের বিচারক রহিমা খাতুন এ আদেশ দেন।
এর আগে বুধবার (২ অক্টোবর ) রাত আড়াই টায় রুহিয়ার আলমগীর হোসেন নামে এক আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস হাসান।
অ্যাডভোকেট ফেরদৌস হাসান সাবেক এই সংসদ সদস্যদের নামে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে দাবি করে তিনি জানান, ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলুর দায়ের করা চাঁদাবাজি ও ভূমিজবর দখলের একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। এসময় আমরা তার জামিন চাইলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণে আদেশ দেন। সাধারণ এসব মামলায় জামিন প্রদান করা হয় কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। এবিষয়ে আমরা উচ্চ আদালতে যাবো। আশা করি সেখানে আমরা জামিন পাবো।
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকার মো. হাবিবুর রহমান বাবলু নামে এক ব্যবসায়ী বাদি হয়ে সাবেক এই এমপিকে প্রধান আসামি করে গত ৩ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলায়
জোরপূর্বক অর্ধশতাধিক একর জমি দখল করে নেওয়ার ও ১০ কোটি টাকা চাঁদাবজির অভিযোগ আনেন। এই মামলায় ২৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামী করা হয়।
এছাড়াও গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে আলহাজ্ব দবিরুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর থেকে ঠাকুরগাঁও-২ আসনে টানা ৭ বার এমপি নির্বাচিত হয়েছিলেন।