Home » জেলাপ্রশাসক সম্মেলনে গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয়, ইপিজেড, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

জেলাপ্রশাসক সম্মেলনে গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয়, ইপিজেড, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

জেলাপ্রশাসক সম্মেলনে গাইবান্ধা জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, ইপিজেড, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন গাইবান্ধার জেলাপ্রশাসক কাজী নাহিদ রসুল। রবিবার (৩রা মার্চ) জেলাপ্রশাসক সম্মেলনে দেওয়া বক্তৃতায় গাইবান্ধার জেলাপ্রশাসক প্রধানমন্ত্রীর নিকট এই দাবি উত্থাপন করেন। 

 

গাইবান্ধার উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে জেলাপ্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, গত ১৫ বছরে এ জেলার প্রতিটি উপজেলায় নতুন উপজেলা কমপ্লেক্স, ফায়ার স্টেশন, স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, খাদ্য গুদাম, রাস্তাঘাট, মডেল মসজিদ, ৩২০টি কমিউনিটি ক্লিনিক এবং ৪৩০টি বিদ্যালয়-ভবন নির্মাণসহ অসংখ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে ‘হার পাওয়ার’ প্রকল্প গাইবান্ধার পিছিয়ে পড়া নারীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। সরকারের নানামুখী উদ্যোগের ফলে মঙ্গাপীড়িত উত্তরাঞ্চল এখন উন্নয়নের মহাসড়কে। 

You may also like