স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও সদর উপজেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি ) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ইএসডিও এবং আইএলও এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণাসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমমুক্ত ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন ।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইএসডিও কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক, আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা, প্রকল্পের সমন্বয়কারী মোস্তফা কামাল প্রমুখ।এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্কুল শিক্ষক, জনপ্রতিনিধি , শ্রমিক নেতা ও শিশুরা উপস্থিত ছিলেন।
জরিপের মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ৪৪৭ জন শিশুকে চিহ্নিত করা হয়। জরিপকৃত শিশুর মধ্যে ১৪ বছরের কম বয়সী ২৬৫ জন শিশুকে স্কুলগামী, ১৫ বছরের উর্ধ্বে ৮৬ জন শিশুকে অঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ও ১৬ বছরের উর্ধ্বে ৫৬ জন শিশুকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ১৭ জন শিশুর বয়স ১৮ বছর উর্দ্ধ হয়েছে। এবং ২৩ জন শিশু স্থান পরিবর্তন করেছে।
উল্লেখ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র সহায়তায় ইএসডিও ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় সিএলএমএস প্রকল্প বাস্তবায়ন করছে। যার মূল লক্ষ্য ঠাকুরগাঁও জেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত করা। এর আগে জেলায় ৫৪টি ইউনিয়ন, ৩ টি পৌরসভা ও ৪ টি উপজেলা কে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ ঠাকুরগাঁও সদর উপজেলা কে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণা হলো। এরপরে ঠাকুরগাঁও জেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হবে।