২৭১
লোকায়ন রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) এর উদ্যোগে মঙ্গলবার ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ,ইএসডি’র হেড অফ ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো. আইনুল হক , ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স অপারেশন প্রধান মাজিদুল ইসলাম, ইএসডিও-টিওএসএসসিপি ফোকাল আশরাফুল আলম,ইএসডিও-টিওএসএসসিপি প্রকল্প পরিচালক মো. আতিকুজ্জামান,প্রকল্প ম্যানেজার সরকার মোহাম্মদ জুবায়ের সহ আরো অনেকে । এ ছাড়াও উপস্থিত ছিলেন এসডিও’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচিরা প্রতিনিধিগন । কর্মশালার মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র সরিষা চাষিদের কৃষি ঋণ সুবিধা প্রাপ্তিতে সহায়তা করা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা।
কর্মশালায় ইএসডিও-এর কর্মকর্তারা সরিষা চাষের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, এবং আর্থিক সুযোগ-সুবিধা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, সরিষা চাষের উন্নয়ন এবং বাজারজাতকরণে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সরিষা চাষিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব হবে।