Home » ঠাকুরগাঁওয়ে জুডিসিয়াল আদালতের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জুডিসিয়াল আদালতের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

by নিউজ ডেস্ক
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কাজ ডিজিটালাইজ করার লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার  উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আবুল মনসুর মিঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মো: আবুল মনসুর মিঞা বলেন, অনেক মানুষ এখনও জানেন না যে অনলাইনে মামলা তারিখসহ যাবতীয় তথ্য পাওয়া যায়। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তাই ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে সেবা গ্রহীতাদের সেবা প্রদান করতে হবে।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার বলেন, প্রশিকক্ষণ মানুষের দক্ষতা বৃদ্ধি করে। প্রশিক্ষণের মাধ্যমেই জীবনের উন্নতি  শিকড়ে পৌঁছানো হয়।
কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। প্রশিক্ষণের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রায় ৭০ জন কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহণ করছেন।

You may also like