লোকায়ন রির্পোট ॥ ঠাকুরগাঁওয়ে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণ াুৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নতুন শিক্ষাবর্ষের বই পাঠদানে শিক্ষকদের গুণগত শিক্ষাদানে আরও দায়ীত্বশীল ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন।
তিনি শিক্ষার্থীদের বলেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
ঠাকুরগাঁওয়ে নতুন বই বিতরণ উৎসব উদ্বোধন করলেন জেলা প্রশাসক
২৯