Home » ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে দোল উৎসব পালন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে দোল উৎসব পালন

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোলযাত্রা। এ উপলক্ষে নানা রঙে রঙিন হয়ে উঠেছিল ঠাকুরগাঁওয়ের আশ্রমপাড়া মন্দির।

শিশু থেকে বয়স্ক সবাই সকাল থেকেই মেতেছে রং খেলায় আরিবের রঙে রঙিন হয়ে ওঠে মন্দিরের চারপাশ। ঠাকুরগাঁও হোলি উদযাপন কমিটির আয়োজনে  মন্দির প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে পূজা অর্চনা শেষে দিনব্যাপী পালন করা হয় রঙিন এই উৎসব।

হোলি উৎযাপন কমিটি জানান দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও এই দোলযাত্রা উপলক্ষে নানা আয়োজন করেছে আয়োজক কমিটি। উৎসব উপলক্ষে সেখানে সব ধর্মের লোকেরাই অংশগ্রহণ করে থাকেন। সবাইকে নিয়েই এই দিনটি এক সঙ্গে আনন্দের মধ্যে পালন করেছেন।

অনুষ্ঠান শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করে উৎসবের সমাপ্তি হয়।

উৎসবে অংশ নিয়ে উল্লাস করা তরুণ-তরুণীরা বলেন এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকেন এবার আয়োজনের কোন কমতি ছিল না এখানে সকলে মিলে এই উৎসবটি পালন করছি। অন্য ধর্মের মানুষেরাও এখানে অংশগ্রহণ করেছে যেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে মন্দির প্রাঙ্গণ।

You may also like