Home » ঠাকুরগাঁওয়ে আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে অগ্নিনির্বাপন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে অগ্নিনির্বাপন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়ন ডেস্ক রির্পোট ॥ ঠাকুরগাঁওয়ে আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে করনীয় বিষয়ে হাতে-কলমে অগ্নিনির্বাপন বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র চত্বরে আয়োজিত এ প্রশিক্ষণ পরিচালনা করেন, বেতার কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী জাইফুল ইসলাম। এসময় বেতার কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, সহকারি আঞ্চলিক পরিচালক অভিজিৎ সরকার ও বার্তা বিভাগেরে উপ-বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর বিভিন্ন পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করেন। প্রশিক্ষণে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ড ও গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য দুর্ঘটনায় আকস্মিক অগ্নিকান্ড হলে তাৎক্ষণিক ভাবে নির্বাপনের জন্য নানান ইকুবমেন্টের ব্যবহারের পদ্ধতি ও উপায় সর্ম্পকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে বেতার কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী, কর্মী, শিল্পী ও কলাকুশলীগণ অংশ নেন। বেতার কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশল বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে।

You may also like