Home » ঠাকুরগাঁওয়ে ইউএনডিপি’র পক্ষ থেকে স্বয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাঁওয়ে ইউএনডিপি’র পক্ষ থেকে স্বয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥ ইউএনডিপি’র পক্ষ থেকে ঠাকুরগাঁও নারী কল্যাণ সমবায় সমিতিকে ৪০টি স্বয়ংক্রিয় সেলাই মেশিন প্রদান করা হয়। রোববার বিকেলে পৌর শহরের জমিদারপাড়াস্থ নারী কল্যাণ সমবায় সমিতির অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ইউএনডিপি ও চীন সরকারের আর্থিক সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপ পরিচালক (স্থানীয় সরকার) (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি জেলা সমবায় অধিদপ্তরের উপ পরিচালক একেএম জাহাঙ্গীর আলম, ইউএনডিপি’র কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, মো: রাজিউর রহমান, ঠাকুরগাঁও নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি বেবি সেন, উদ্যেক্তা শাহ্ আলম, ইএসডিও’র হেড অব প্রোগ্রাম জামিনী রায়, গণ উন্নয়ন কেন্দ্রের ট্রেনিং অফিসার মাহবুবুর রহমান।
এ সময় ঠাকুরগাঁও নারী কল্যাণ সমবায় সমিতির ৪০ জন সদস্যের মাঝে একটি করে স্বয়ংক্রিয় সেলাই মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সুবিধাবি ত নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থার সৃষ্টি ও জীবিকার সুযোগ তৈরীর লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সুরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি ও স্বয়ংক্রিয় মেশিন দক্ষতার সাথে ব্যবহার বিষয়ে উল্লেখিত প্রশিক্ষণটির আয়োজন করা হয়।

You may also like