Home » ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ায় যুবক আটক

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ায় যুবক আটক

by নিউজ ডেস্ক
শহর সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে রাকিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ নম্বর বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাকিবুল ইসলাম উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জালালবস্তী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে৷
বিষয়টি নিশ্চিত করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জানাভ রাজিব কুমার।
তিনি বলেন, জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে৷ এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like