স্টাফ রিপোর্টার ॥ ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, জেলা হোটেল মালিক সমিতি, বেকারি মালিক সমিতি ও চাইনিজ রেষ্টুরেন্ট মালিক সমিতির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এস এম সামছুজ্জামান (দুলাল) প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শেখ সাদী, ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: মাহমুদুর কবির। অনুষ্ঠানে জেলার হোটেল, বেকারি, চাইনিজ মালিক ও ম্যানেজারগণ অংশ নেন। কর্মশালা ও আলোচনা সভায় নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ে বিস্তারিত গুরুত্বপুর্ন আলোচনা করা হয়।
ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ
১৪৮