Home » আত্মকথন শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধন

আত্মকথন শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধন

ঠাকুরগাঁও জেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি নিয়ে নির্মিত

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁও জেলাপ্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জীবনালেখ্য ও যুদ্ধকালীন স্মৃতি নিয়ে নির্মিত ‘আত্মকথন’ শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮শে ফেব্রুয়ারি) রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান ‘আত্মকথন’ শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধন করেন। ঠাকুরগাঁও জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলাপ্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি নিয়ে ভিডিওচিত্র নির্মাণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি ঠাকুরগাঁওয়ের জেলাপ্রশাসক ও ভিডিওচিত্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই উদ্যোগের সম্প্রসারণ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, রংপুর বিভাগের অন্য ৭টি জেলায়ও মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি সংরক্ষণে ভিডিওচিত্র নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এ ধরনের কার্যক্রম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।

You may also like