Home » ঠাকুরগাঁওয়ে শ্রীরামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি উদযাপন

ঠাকুরগাঁওয়ে শ্রীরামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি উদযাপন

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট : ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৯তম আবির্ভাব তিথি এবং শ্রীমৎ স্বামী বিবেকানন্দের ১৬২তম আবির্ভাব তিথি উপলক্ষে ঠাকুরগাঁও সদর পৌরশহরের আশ্রমপাড়ায় শ্রীরামকৃষ্ণ আশ্রম মন্দিরে শনিবার দিনব্যাপী উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আশ্রমপাড়া শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, বিশেষ পূজার মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, ভক্তিগীতি ও বাউল সঙ্গীত পরিবেশন এবং প্রসাদ বিতরণ। আশ্রমপাড়া শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি নীতিশ কুমার বকসী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা। সভায় প্রধান বক্তা ছিলেন, ভারতের কেরল কালিকট রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী নরসিংহানন্দজী মহারাজ এবং সম্মানিত অতিথি ছিলেন, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল , জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমীর দত্ত এবং জেলা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সহসভাপতি ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ ও চট্রগ্রামের উপকর কমিশনার সুশান্ত পাল। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, আশ্রমপাড়া শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি সত্যেন্দ্র নাথ ব্যানাজী ও বাসুদেব ব্যানার্জী । বক্তাগণ দেশ ও জাতীর কল্যাণে মঙ্গল কমনা করেন এবং আত্মশুদ্ধির জন্য প্রতিটি নাগরিককে কর্মের পাশাপাশি নিজ নিজ ধর্মপালনে মনোনিবেশ করার আহ্বান জানান। আলোচনা শেষে ভক্তিগীতি ও বাউল সঙ্গীত পরিবেশন এবং প্রসাদ বিতরণ করা হয়।এ উৎসবে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরসহ বিভিন্ন জেলার ধার্মনুরাগীরা অংশ নেন।

You may also like