Home » ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

by নিউজ ডেস্ক
স্টআফ রিপোর্টার: ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন বিদ্যালয়টির মাঠে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সকল শ্রেণীর শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে আলোচনা সভায় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে তাদের সকলকে নিজেকে সেইভাবে  তৈরির দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও বিদ্যালয়টির অধ্যক্ষ মোতালেব হোসেন সহ সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে বিকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খেলা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন