Home » ঠাকুরগাঁও পুলিশ সুপারের প্রেস বিফিং 

ঠাকুরগাঁও পুলিশ সুপারের প্রেস বিফিং 

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার:  ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য দ্বারা ট্রাফিক আইনের রেজিস্ট্রেশন হেলমেট বিহীন মোটরসাইকেলের জরিমানা বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে মিডিয়ায় প্রচারিত সংবাদের ভিত্তিতে প্রেস ব্রিফিং করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় 

 

প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার  উত্তম প্রসাদ পাঠক বলেন, গত রবিবার দুপুর টায় শহরের কালীবাড়ি নামক স্থানে টিআই আমজাদ হোসেনের নেতৃত্বে ট্রাফিক বিভাগ চেকপোস্ট এর কার্যক্রম পরিচালনা করে সময় এক যুবকের হেলমেট প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাকে ট্রাফিক আইনের বিধি মোতাবেক জরিমানা করেন পরবর্তীতে প্রায় ২০ মিনিট পরে ওই মোটরসাইকেল চালক এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে জেরা করে এবং গোপনে ভিডিও ধারণ করতে থাকে পরবর্তীতে কৌশলে ওই ব্যক্তি ট্রাফিক আইন অমান্যকারী ব্যক্তি দ্বারা ট্রাফিক পুলিশের পা ধরে মায়ের চিকিৎসার জন্য ওষুধ ক্রয় করার জন্য যাচ্ছিলেন বলে অনুনয় বিনিময় করার মত পরিস্থিতি তৈরি করে যা পুরোটাই ছিল সাজানো এবং পূর্ব পরিকল্পিত তবে সময় ট্রাফিক আইন অমান্য কারী ব্যক্তির কাছে ডাক্তার কর্তৃক তার মায়ের চিকিৎসা ব্যবস্থাপত্র পাওয়া যায়নি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যক্তির ধারণকৃত ভিডিওর অংশবিশেষ শেয়ার করা হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে প্রকৃতপক্ষে যা ছিল উদ্দেশ্য প্রনোদিত বানোয়াট 

 

পুলিশ সুপার বলেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মোটরসাইকেল চালক তার মায়ের ওষুধ ক্রয় করার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন মর্মে প্রচারিত সংবাদটি সঠিক নয় পুলিশকে জনগণের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যমূলকভাবে নাটক সাজিয়ে এটি প্রচার করা হচ্ছে এটি শুধু পুলিশের বিরুদ্ধে জনগণের বিরূপ মনোভাব প্রচারের অপচেষ্টা মাত্র  তাই জনসাধারণকে বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি 

সময় পুলিশ সুপার সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং বলেন ঠাকুরগাঁও জেলার ট্রাফিক বিভাগ জেলা ট্রাফিক ব্যবস্থাপনা এবং অবৈধ যানবাহন চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের তৎপর এছাড়াও ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর 

 

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লার সভাপতি মনসুর আলী সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ 

 

 

You may also like