পিআইডি, রংপুর:
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষ্যে জেলাপ্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ৭ই মার্চ সকাল ৯ টায় জেলাপ্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হবে।
৬ই মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচারসহ ব্যানার, ফেস্টুন ও আলোকচিত্র প্রদর্শন করা হবে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে দিনাজপুর জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।