পিআইডি, রংপুর;
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হবে। এ উপলক্ষ্যে দিনাজপুর জেলাপ্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ই মার্চ সকাল ৯ টায় জেলাপ্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল ১০ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলাপ্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
১৭ই মার্চ সুবিধাজনক সময়ে শিশুসদন, শিশু পরিবার, ডে-কেয়ার সেন্টার, বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে দিনাজপুর জেলার সকল মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
১৭ই মার্চ সুবিধাজনক সময়ে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দিনাজপুর শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি ও দিনাজপুর সরকারি গণগ্রন্থাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেওয়ালিকার মাধ্যমে শিশু ভাবনা প্রকাশের আয়োজন করা হবে।
১৭ই মার্চ দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী উৎসবমূখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হবে।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষ্যে ১৭ই-২৩ই মার্চ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
এছাড়া জেলার সকল দৈনিক পত্রিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।