পিআইডি, রংপুর:
আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে পঞ্চগড়ে ৩ হাজার ২২৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার ১ হাজার ২৫০ জন, বোদা উপজেলার ৪২৩ জন, দেবীগঞ্জ উপজেলার ৮২০ জন, তেঁতুলিয়া উপজেলার ৩৩২ জন এবং আটোয়ারী উপজেলার ৪০১ জন। সরকারের উদ্যোগে কয়েকধাপে এসব প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণার্থীদের বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বয়স্ক শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ-সহ আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগীদের মধ্যে যাঁরা প্রশিক্ষণ গ্রহণ করেননি, তাঁদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, পঞ্চগড় শতভাগ ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা। এ জেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ৮৫