লোকায়ন রিপোর্ট: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে কৃষক বিপণন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি বিপণন অধিদপ্তর, ঠাকুরগাঁও এর আয়োজনে দিনব্যাপী কৃষক বিপণন দলের আলু সংগ্রহত্তোর ব্যবস্থাপনা ও গৃহ পর্যায়ে সংরক্ষণ বিপণন কলা কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও হিসাব) যুগ্মসচিব, ইমরুল মহসিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর, আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন, উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন। উক্ত প্রশিক্ষণে ৩০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
পীরগঞ্জে কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে কৃষক বিপণন দলের প্রশিক্ষণ অনুষ্ঠিত
৬৮