স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ক্রিয়াই শক্তি ক্রিয়ায়ই বল মাদক ছেড়ে খেলতে চল এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে একদিনব্যাপী নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯-নভেম্বর) রাতে খামার-নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্দীপ্ত আলো সামাজিক সংস্থা নারায়নপুর এর আয়োজনে জে কে কম্পিউটারের সহযোগিতায় এ টুর্নামেন্টের হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিগ্রী কলেজের প্রিন্সিপাল গোপাল চন্দ্র রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়,হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম,ইউপি সদস্য পদাপার্থী কামরুজ্জামান প্রমুখ।এ টুর্নামেন্টে ৮-টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয়েছে খামার নারায়নপুর মধ্য পাড়া ও রানার্স আপ বাংলা একাদশ সেনগাও ।রাতেই বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৪২