Home » বয়লার বিস্ফোরণে নিহত-৩ তদন্তে সাক্ষ্যগ্রহণ শুরু

বয়লার বিস্ফোরণে নিহত-৩ তদন্তে সাক্ষ্যগ্রহণ শুরু

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥ ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনা স্থল পরিদর্শণ করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছেন।
বুধবার দুপুরে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকারসহ তদন্ত সংশ্লিষ্টরা উপস্থিত হয়ে প্রায় ৩ ঘন্টা সময় প্রতক্ষ্যদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। এর আগে ঘটনার দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নিদের্শ দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, বয়লার পরিদর্শক ও কলকারখানা পরিদর্শক।
গত ৪ জানুয়ারি সকালে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় ব্যবসায়ী সাইদুর রহমানের রাইস মিলের বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই ওই এলাকার সাগর দাসের স্ত্রী দীপ্তি রানী (৪০), মেয়ে পূজা দাস (৮) এবং ভাতিজা পলক দাস (৯) নিহত হয়। এ সময় আহত হয় সাগর দাস ও নিখিল রায়। তারা সবাই তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রৌদ্র পোহাচ্ছিলেন। হঠাৎ সাইদুরের রাইস মিলের বয়লার বিস্ফোণ হলে এ ঘটনা ঘটে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন