Home » বালিয়াডাঙ্গীতে খতিয়ান জালিয়াতি করে খারিজ, চক্রের ৫ জন কারাগারে

বালিয়াডাঙ্গীতে খতিয়ান জালিয়াতি করে খারিজ, চক্রের ৫ জন কারাগারে

by নিউজ ডেস্ক

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এসএ খতিয়ান জালিয়াতি করে জমির খারিজ করার দায়ে ৫ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। দীর্ঘদিন পর্যবেক্ষণ করে এই পাঁচ জনকে জালিয়াতি চক্রের সদস্য হিসেবেও প্রাথমিক ভাবে চিহ্নিত করেছে উপজেলা ভূমি অফিস।

দণ্ডপ্রাপ্ত হলেন উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বড়পলাশবাড়ী গ্রামের নুরুল ইসলাম (৫৫), সাদ্দাম হোসেন (৩৩) এবং আশরাফুল ইসলাম (৩৮) ও  খতিব উদ্দীন (৪০) এবং তার ভাই ভাষানী আলম (৩৮)।

ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ আরাফাত হোসাইন বলেন, বড়পলাশবাড়ী মৌজার ৯১৪ নং খতিয়ানটির মালিকানা একজনের নামে অনলাইনে রেকর্ডভুক্ত রয়েছে। ওই খতিয়ান জালিয়াতি করে একাধিক ব্যক্তির নাম যুক্ত করে ২০২৩-২৪ অর্থ বছরে খারিজের জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করে একটি চক্র। ওই সময় খারিজের আবেদন মঞ্জুর হয়ে গেলেও সম্প্রীতি বিষয়টি আমাদের নজরে এসেছে।

তিনি আরও জানান, দীর্ঘ যাচাই-বাছাই শেষে জানা গেছে এসএ খতিয়ানসহ অন্যান্য কাগজপত্র জালিয়াতি করে চক্রটি খারিজের জন্য আবেদন করেছিল। চক্রের ৫ জন সদস্যকে আমরা শনাক্ত করার পর তারা অপরাধের কথা স্বীকার করলে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযথ রুপে জারিকৃত আদেশ অমান্য করার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এরূপ কাজ কেউ করলে এর চেয়ে কঠিন শাস্তির আওতায় আনা হবে।

এছাড়াও ভুমি অফিসের সেবা নিতে কোন মাধ্যম ছাড়া সরাসরি এ্যাসিল্যান্ডের দপ্তরে আসার অনুরোধ জানান তিনি।

You may also like