Home » বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপিত হবে 

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপিত হবে 

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর;

রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপিত হবে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ৭ই মার্চ সকাল ৯ টায় ডিসি মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হবে।

 

ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপন উপলক্ষ্যে সকাল ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলাপ্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হবে। সকাল ১০:১৫ মিনিটে একই স্থানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

৭ই মার্চ উপলক্ষ্যে বিকাল ৫ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নাটক মঞ্চস্থ হবে।

 

দিবসটি উদ্‌যাপনের অংশ হিসাবে রংপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচারসহ ব্যানার, ফেস্টুন ও আলোকচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ৬ই মার্চ সকাল ১০ টায় রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আবৃত্তি, রচনা, সংগীত, নৃত্য, উপস্থিতবক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

You may also like