Home » বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে নীলফামারীতে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত 

বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে নীলফামারীতে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত 

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

‘শান্তির জন্য পানি’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে ‘বিশ্ব পানি দিবস ২০২৪’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২২শে মার্চ) সকালে নীলফামারী জেলাপ্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক-আল-মাসুদ। আলোচনাসভায় সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।

সভায় বক্তারা পানিসম্পদ ব্যবস্থাপনানদীতীর ভাঙ্গন প্রতিরোধজলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা করেন। বক্তারা প্রাকৃতিক সম্পদ পানির পরিকল্পিত ও পরিমিত ব্যবহার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরত্বারোপ করেন।

আলোচনাসভার পূর্বে নীলফামারী জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলাপ্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

You may also like