Home » বোচাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

বোচাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট:
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় প্রেমদীপ প্রকল্পের আওয়াজনে হেক্ স/ ইপারের সহযোগিতায় উৎযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও প্রেমদীপ প্রকল্পের যৌথভাবে আয়োজনে উপজেলা পর্যায়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বারের প্রতি পাদ্য বিষয়“নারীর সমঅধিকার,সুযোগ ্এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আজ শুক্রবার বোচাগঞ্জ উপজেলা হাটরামপুর আদিবাসী পাড়া কমিউনিটিতে সড়কে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে আলোচনা সভা। আলোচনা । সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান বাবু প্রান্তোষ দেব শর্মা. প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং রনগাঁও ইউপি চেয়ারম্যান জনাব নিমাই চন্দ্র দেব শর্মা, আরো উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব বলেন্দ্র নাথ দেব শর্মা, ইউপি সদস্য জামালউদ্দীন, শৈলেন মূর্মু, আদিবাসী যুবদলের সদস্য পূর্নিমা হেমরম। স্বাগত বক্তব্য প্রদান করেন ইএসডিও -প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মোছাঃ ঝর্না বেগম। হাটরামপুর আদিবাসী পাড়া গ্রাম উন্নয়ন কমিটি হাটরামপুর কামার পাড়া,মোল্লাপাড়া,বাসুদেবপুর কমিউনিটির পিওসিরা উপস্থিত ছিলেন। বক্তাগন সকলেই নারীদের অধিকার ও সমতা প্রতিষ্ঠার পক্ষে মতামত ব্যক্ত করেন।প্রধান অতিথি মহোদয় বলেন তিনি তার বক্তব্যে বলেন নারী মজুরী বৈষম্য, নারী শিক্ষা,বাল্য বিবাহ, নারী ক্ষমতায়ন, নারী অধিকার নিশ্চিত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

You may also like