Home » মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে  পাঁচ বছরে রংপুরের দেড় হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান

মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে  পাঁচ বছরে রংপুরের দেড় হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

গত পাঁচ বছরে মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের দেড় হাজার নারীকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৮-২০১৯ অর্থবছরে ৪০০ জন, ২০১৯-২০২০ অর্থবছরে ৩০০ জন, ২০২০-২০২১ অর্থবছরে ২০০ জন, ২০২১-২০২২ অর্থবছরে ৪০০ জন ও ২০২২-২০২৩ অর্থবছরে ২০০ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ ছাড়া চলতি অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত ৩০০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, ব্লক-বাটিক অ্যান্ড প্রিন্টিং, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, শো-পিচ অ্যান্ড হ্যান্ডিক্রাফট ও ব্যাগ মেকিং বিষয়ে নারীদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের দৈনিক ভাতাও প্রদান করা হয়।

নারীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন দক্ষতা উন্নয়ন। মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানে কার্যকর ভূমিকা পালন করছে।

You may also like