Home » মিঠাপুকুরে নিরাপদ খাদ্য-বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত 

মিঠাপুকুরে নিরাপদ খাদ্য-বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত 

by নিউজ ডেস্ক

রংপুর, ২৬শে আষাঢ় (১০শে জুলাই)

মিঠাপুকুরে জেলা পর্যায়ের নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০শে জুলাই) দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন সরকার। কর্মশালায় সভাপতিত্ব করেন মিঠাপুকুরের উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল শোষণ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও দূষণমুক্ত নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশব্যাপী ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে প্রশিক্ষণ ও জনসচেতনতামুলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি নিরাপদ খাদ্য প্রস্তুত, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) আবু নূর মোঃ শামসুজ্জামান । এ সময় তিনি খাদ্য নিরাপদ রাখার কৌশল, স্বাস্থ্যসম্মত খাদ্যগ্রহণ, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে করণীয় ও নিরাপদ খাদ্য-সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রংপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক ও রেস্তোরা মালিক সমিতির প্রতিনিধিগণ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।

কর্মশালায় খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব কিসমত জাহান ফেরদৌস, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like