লোকায়ন ডেস্ক ॥ ইএসডিও কর্তৃক বাস্তবায়িত এবং পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় আরএমটিপি-“নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্প” এর আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত সাহাপাড়ায় অবস্থিত মো: নুর আলম এর চিজ ফ্যাক্টরী “মিল্কম্যান ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস” উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইএসডিও’র এপিসি এবং আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন।
এছাড়াও প্রকল্পের এমআরএমও, ভিসিএফসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তবে্য বলেন, বর্তমানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় ২৬ টি চিজ কারখানা বিদ্যমান এটি নিয়ে ২৭ নাম্বার চিজ কারখানার যাত্রা শুরু হলো। যেহেতু ঢাকা সহ সারা বাংলাদেশের শতকরা ৭০ভাগ চিজ সাপ্লাই হয় এই ঠাকুরগাঁও থেকে।
ইএসডিও এই আর এম টি পি প্রকল্পের কাজের মাধ্যমে দেশে অনেকাংশে নিরাপদভাবে দুধ উৎপাদন, পরিবহন এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে এবং গুনগতমানের দুগ্ধজাত পণ্য উৎপাদনে গুরূত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন।