Home » মিষ্টি কুমড়া গাছের সঙ্গে এ কেমন শত্রুতা?

মিষ্টি কুমড়া গাছের সঙ্গে এ কেমন শত্রুতা?

by নিউজ ডেস্ক
শহর সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন (সালন্দর) এলাকার রাতের আঁধারে এক গরিব কৃষকের জমির ঢের একর ৩২০০টি মিষ্টি কুমড়া গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গরিব কৃষক।গত রবিবারে রাতে নারগুন ইউনিয়ন এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মাইনুল ইসলাম (৩৬)ওই মৃতঃমফিস উদ্দিন এর ছেলে।
ক্ষতিগ্রস্ত মাইনুল ইসলাম জানান, আমি খুব গরিব একজনের কাছে ঢের একর জমি আধি নিয়ে মিষ্টি কুমরো চাষাবাদ করি। ৪-৫ বছর ধরে মিষ্টি কুমড়া, লাউ, শাখ সবজিসহ নানা সবজি চাষ করছেন।
এ বছর অন্যান্য ফসলের পাশাপাশি ঢের একর জমিতে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে ছিলেন, যা গত রবিবার রাতে নষ্ট করে জমিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে এলাকার মেম্বার কে অবগত করি।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন