Home » রংপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

রংপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন রংপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (২২শে এপ্রিল) রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। রংপুর জেলাপ্রশাসন এই সভার আয়োজন করে।

মতবিনিময় সভার শুরুতে রংপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দেওয়ান আসিফ পেলে রংপুর জেলার আর্থসামাজিক অবস্থা ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যচিত্র উপস্থাপন করেন।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রংপুর জেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ-সহ আর্থসামাজিক উন্নয়নে তাঁদের দাবি, মতামত ও পরামর্শ উপস্থাপন করেন। বিভাগীয় কমিশনার রংপুর জেলার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষক-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

You may also like