Home » রংপুরের মডার্ন মোড়ে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সাব-কন্ট্রোল রুম স্থাপন

রংপুরের মডার্ন মোড়ে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সাব-কন্ট্রোল রুম স্থাপন

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

পবিত্র ইদুলফিতর উপলক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রংপুর নগরীর মডার্ন মোড়ে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যানজট নিরসন ও ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (৪ঠা মার্চ) এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান। এ সময় পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাব ১৩-এর সদস্যবৃন্দের সমন্বয়ে এ কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। ইদ পরবর্তী ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরে যাওয়া পর্যন্ত সাব-কন্ট্রোল রুমের কার্যক্রম অব্যাহত থাকবে।

You may also like