Home » রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস

by নিউজ ডেস্ক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহে নিরক্ষর সাঁওতালেরা রক্ত দিয়ে রচনা করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে গৌরবোজ্জ্বল এক অধ্যায়।

মুক্তিকামী মানুষের কাছে সাঁওতাল বিদ্রোহ আজও প্রেরণার উৎস। তাই ৩০ জুন ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ইএসডিও প্রেমদিপ প্রকল্পের সহযোগিতায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি নিকেল হেমরনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মাড্ডি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী। ইএসডিও প্রেমদিপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলমের স ালনায় আরো বক্তব্য রাখেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক সভাপতি স্গুা মুরমু, যক্ষার মাঠ কর্মী লিটন সরেন, শান্ত পাহান প্রমুখ।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন