
রুহিয়া প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় রাতের আঁধারে এক কৃষকের জমির ৫ একর জমিতে মিষ্টি কুমড়া গাছ,আলু, পিঁয়াজ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক।
গত শনিবার রাতে রুহিয়া ইউনিয়নের ছালেহীয়া মাদরাসার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক তৌহিদ ইসলাম (৩০) ঘনিবিষ্ণুপুর মিলপাড়ার হামিদুর ইসলামের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক তৌহিদ জানান, আমি কাপড় ব্যবসায়ী আইয়ুব আলীর কাছে ২০ একর জমি বর্গা নিয়ে মিষ্টি কুমড়া, আলু পিঁয়াজ চাষাবাদ করি।
এ বছর অন্যান্য ফসলের পাশাপাশি ২০ একর জমিতে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে ছিলেন, যা গত শনিবার রাতে নষ্ট করে জমিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।