Home » শরীরে স্প্লিন্টার নিয়েই মৃত্যু বরণ করলেন পঞ্চগড়ের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম 

শরীরে স্প্লিন্টার নিয়েই মৃত্যু বরণ করলেন পঞ্চগড়ের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম 

by নিউজ ডেস্ক
বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গত জানুয়ারী মাসে তাঁর খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। ঢাকায় মেয়ের বাসায় ক্যামোথ্যারাপির মাধ্যমে তাঁর চিকিৎসা চলছিল। শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে মেয়ের বাসাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বরেণ্য এই মুক্তিযোদ্ধার বাড়ি জেলা শহরের ডোকোরো পাড়া এলাকায়। জানাযায় ১৯৭১ সালের শুরুর দিকেই তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। সদর উপজেলার অমরখানা এলাকায় মুক্তিযোদ্ধারা খান সেনাদের তীব্র প্রতিরোধ গড়ে তোলে। এসময় খান সেনারা অমরখানা এলাকায় মুহুর্মুহু বোমা নিক্ষেপ করে। বোমার স্প্লিন্টার জহিরুল ইসলামের গোটা শরীরে ঢুকে যায়। তিনি গুরুতর আহত হয়ে বেঁচে থাকলেও বোমার আঘাতে যুদ্ধস্থলেই মৃত্যুবরণ করেন সঙ্গী শহীদ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান।  আহতাবস্থায় তাঁকে শিলিগুড়ি বাগডোগড়া কম্বাইন্ড মিলিটারী হাসপাতালে ১ মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত বছর চিকিৎসার জন্য তাঁকে রংপুরের একটি হাসপাতালে এমআরআই করা হলে ডাক্তার জানায় তার শরীরের ভেতরে এখনো কিছু স্প্লিন্টার রয়ে গেছে। তিনি জাতী সমাজ তান্ত্রিক দল জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

You may also like