২০০
শহর সংবাদদাতা: অল্প শ্রম আর স্বল্প খরচে অধিক মুনাফা হওয়ায় দিন দিন সরিষার আবাদ বাড়ছে ঠাকুরগাঁওয়ে। অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যায় সরিষার ফলনও হয়েছে ভালো। অল্প সময়ে সরিষার বাম্পার ফলনে চলতি মৌসুমে বেশ লাভবান ঠাকুরগাঁওয়ে সরিষা চাষিরা।
জেলার চারটি উপজেলার প্রতিটিতেই কমবেশি আবাদ হয়েছে সরিষার। তবে জেলা সদরে ২২ টি ইউনিয়নে সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি।
অনুকূল আবহাওয়ায় সরিষার ফলন আর মাত্রো কয়েক দিন পরে ঘরে তুলে ধান চাষের জন্য জমি তৈরি করতে ব্যস্ত এখন এসব এলাকার চাষিরা। জমি থেকে পাকা সরিষা সংগ্রহ করছেন কৃষকরা, ঠাকুরগাঁও জেলা কৃষি অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে পুরো জেলায় প্রায় ১৯ হাজার ৭০০ শ ৯০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষার। তবে গত বছরে সরিষার আবাদ হয়েছে ১৫ হাজার ৯২৩ হেক্টোর জমিতে।গত মৌসুমে সরিষা আবাদের পরিমাণ ছিলো কম।