Home » হরিপুরে ইএসডিও থ্রাইভ প্রকল্পের উজ্জীবক সভা

হরিপুরে ইএসডিও থ্রাইভ প্রকল্পের উজ্জীবক সভা

by নিউজ ডেস্ক

হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইএসডিও থ্রাইভ প্রকল্পের ভিত্তি জরিপে প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তা ও ষ্টেকহোল্ডারদের নিয়ে উজ্জীবক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন, প্রাণিসম্পদ অফিসার সোহাগ রানা, হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, হেকস্ ইপারের পার্টনারশিপ কো-অর্ডিনেটর অসীম কুমার রায়, টেকনিক্যাল অফিসার পাপন কুমার সরকার, জেলা এডভোকেসি কমিটির সভাপতি আবু তোরাব মানিক, ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম, শাহজাহান সরকার,হাসান আলী ,হবিবর রহমান,হরিপুর প্রেস ক্লাবের ষাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউএসডিও থ্রাইভ প্রকল্পের সম্বয়কারী কাজী সিরাজুল সালেকিন, প্রজেক্ট অফিসার খায়রুল আলম, হরিপুর আদিবাসি চেয়ারম্যান সনিরাম হেমরম প্রমুখ।

You may also like