Home » হরিপুরে বৃক্ষরোপনের জন্য বীজ সংগ্রহ

হরিপুরে বৃক্ষরোপনের জন্য বীজ সংগ্রহ

by নিউজ ডেস্ক

আব্দুর রশিদ, হরিপুর: ঠাকুরগাঁওয়ের হরিপুরে অক্্িরজেন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বৃক্ষরোপনের জন্য কৃষ্ণচুড়া গাছ থেকে বীজ সংগ্রহ করছেন। গত শনিবার বিকালে পাকা সড়কের ধারে তাদের রোপণকৃত কৃষ্ণচুড়ার গাছ থেকে বীজ সংগ্রহ করছিলেন সংগঠনের মফিজুল নামে এক সদস্য। হরিপুর উপজেলা অক্্িরজেন সংগঠনের সভাপতি মোজাহেদুল ইসলাম ইমন বারেন, গাছ লাগান পরিবেশ বাচান, জলবায়ু ও পরিবেশের ভারসম্য সুরক্ষায় এবং ঠাকুরগাঁও জেলা সহ হরিপুর উপজেলাকে সবুজ বলয়ে গড়ে তোলার লক্ষে আমরা গত কয়েক বছররে রাস্তার ধারে ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ৩ হাজারের অধিক বৃক্ষের চারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রোপন করেছি। এর মধে কৃষ্ণচুড়া গাছ গুলোতে ফল ধরেছে। এসব ফল তুলে সংরক্ষণ করা হচ্ছে বীজের জন্য। এতে আমাদে টাকা দিয়ে আর বীজের চারা কিনতে হবেনা। গত ডিসেম্বর মাসে হরিপুর শেখ রাসেল মিান স্টেুডিয়ামে দেশীও বিদেশী ১১৭ টি বৃক্ষের চারা রোপনকা হয়েছে আমাদের কাজ চলমান রয়েছে। পথচারী আব্দুল কুদ্দুস বলেন, রাস্তার ধারে গাছ থাকলে গাছের ছায়ায় মানুষ বিশ্রাম নিতে পারে এজন্য তাদের লাগানো গাছের চাড়া গুলোকে নষ্ট না করে সকলের দেখভাল করা উচিৎ।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন