মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ৩৮ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া(মুক্তা)। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ( ১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। জেলা প্রশাসক,পঞ্চগড় মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া(মুক্তা)-এমপি বৃক্ষরোপনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ ও রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন। তিনি বক্তব্যে বলেন, “ শিক্ষা, সংস্কৃতি আর প্রযুক্তি- তিনে মিলে হবে উন্নতি” এই শ্লোগান বুকে ধারণ করে “ হামার স্বপ্নের পঞ্চগড় হামরা গড়িমো” দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আঞ্চলিক ইশতেহার প্রকাশ করেছিলাম। ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আজ বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন হলো। প্রধান অতিথি আরো বলেন, আমাদের পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে পর্যাপ্ত পরিমান গাছ লাগাতে হবে। বনায়ন বড়াতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। আধুনিক রাষ্ট্রের যোগ্যতম স্মার্ট বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। দেশ সবুজ রাখতে হলে বৃক্ষরোপনের বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম বলেন, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই পরিবেশ রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে বৃক্ষরোপন কর্মসূচি অত্যান্ত জরুরী একটি কাজ। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান বলেন, বেশী গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশী বেশী করে গাছ লাগাতে হবে এবং পরিচর্যা করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান জানান, আটোয়ারী উপজেলায় বনজ,ফলদ,ঔষধী, কাঠ,তাল ও সৌন্দর্য বর্ধনকারী প্রায় ৩৮ হাজার বৃক্ষের চারা আজ ১লা আষাঢ় রোপনের শুভ উদ্বোধন হলো। পর্যায়ক্রমে চারা গুলো রোপন করা হবে। প্রয়োজনে আরো চারা আমদানী করা হবে। এছাড়াও ভবিষ্যতে এলজিইডি কর্তৃক প্রকল্পের অর্থায়নে উপজেলার চিহ্নিত রাস্তাগুলোকে পর্যায়ক্রমে বনায়নের আওতায় আনা হবে। তিনি বলেন, পর্যটন স্পটগুলোকে চিহ্নিত করা হয়েছে। পাখির খাবার উপযোগি ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে বৃক্ষ রোপন করা হবে। এসময় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. মোঃ হুমায়ুন কবীর,আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া,ভাইস চেয়ারম্যান সেলিম মোর্শেদ (মানিক), মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা বেগম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যমকর্মীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“হামার স্বপ্নের পঞ্চগড় হামরা গড়িমো” বাস্তবায়নের লক্ষ্যে আটোয়ারীতে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
by নিউজ ডেস্ক
১৭০