Home » ১৫ বছরে রংপুর তাঁত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ১ হাজার ২৮৬ জন তাঁতি

১৫ বছরে রংপুর তাঁত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ১ হাজার ২৮৬ জন তাঁতি

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

গত ১৫ বছরে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার মোট ১ হাজার ২৮৬ জন তাঁতিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রংপুর তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ‘সেমি-অটোমেটিক তাঁতে বুনন’ এবং ‘রংকরণ ও টেক্সটাইল প্রিন্টিং’ বিষয়ে তাঁতিদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করে। চলতি অর্থবছরেও ৪টি ব্যাচে ৮০ জন তাঁতিকে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ২টি ব্যাচে ৪০ জন তাঁতিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তাঁতশিল্পের সম্প্রসারণে তাঁত বোর্ড তাঁতিদের ঋণ প্রদান করছে।

উল্লেখ্য, তাঁত শুমারি ২০১৮ অনুযায়ী, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় মোট ২ হাজার ১২২টি তাঁত রয়েছে। এ ছাড়াও এই তিন জেলায় রয়েছে ১৪টি তাঁত সমিতি

You may also like