পিআইডি, রংপুর:
৭ই মার্চের ভাষণের অনুপ্রেরণায় স্মার্ট নাগরিক গড়ে উঠবে। আজকের তরুণ প্রজন্মই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের ৭ই মার্চের ভাষণের তাৎপর্য জানা উচিত। বৃহস্পতিবার (৭ই মার্চ) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর এসব কথা বলেন।
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ৭ই মার্চের ভাষণে বাঙালিরা উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছিলেন, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন। তিনি ৭ই মার্চের চেতনা ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসাবে রংপুরের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক এসএম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোছা: শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি প্রমুখ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক, ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৭ই মার্চ উপলক্ষ্যে সকাল ৯ টায় ডিসি মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।