Home » অভাবকে জয় করে মেডিকেলে ভর্তি, পাশে দাঁড়াল ইএসডিও

অভাবকে জয় করে মেডিকেলে ভর্তি, পাশে দাঁড়াল ইএসডিও

by নিউজ ডেস্ক
Published: Updated:

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের মেধাবী শিক্ষার্থী শ্রাবণী রানী অবশেষে মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্নপূরণের পথে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।

গতকাল শনিবার ঠাকুরগাঁও শহরের গোবিন্দ নগরে অবস্থিত ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন মিলনায়তনে শ্রাবণী রানীর হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। চেকটি হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামইএসডিও প্রতিষ্ঠাতা  নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামানইএসডিও পরিচালক (প্রশাসন ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতারএনবিআর কমিশনার তৌহিদুল মনিরডেপুটি সেক্রেটারি আমিন শরিফমোহাম্মদ মিজানুর রহমানপিকেএসএফএর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং পিকেএসএফএর সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট এস এম ফারুক উল আলম।

শ্রাবণীর পরিবারে তিন বোন। বাবা শ্যামল চন্দ্র বর্মণ শ্যালো ইঞ্জিন মেরামত করে যা আয় করেনতা দিয়ে সংসার চালানোই কঠিন। অভাবের সংসারে পড়ালেখার খরচ জোগাতে মা সুভাসী রানী বর্গা জমিতে চাষাবাদ করেন। তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে গিয়ে তাঁরা বহু বাধা পেরিয়েছেন।

মেধার স্বীকৃতি হিসেবে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শ্রাবণী বলেন, “স্বপ্নের দ্বারপ্রান্তে আসতে অনেক বাধা পেরোতে হয়েছে। স্কুলকলেজের শিক্ষকদের সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না। ইএসডিও এই অনুদান আমার স্বপ্নপূরণে বড় সহায়ক হবে।

 ইএসডিও প্রতিষ্ঠাতা  নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ইএসডিও দায়িত্ব। আমরা চাইশ্রাবণীর মতো মেধাবীরা তাদের স্বপ্ন পূরণ করুক এবং দেশের জন্য কাজ করুক।

শ্রাবণীর স্বপ্ন শুধু চিকিৎসক হওয়া নয়একজন ভালো মানুষ হয়ে সমাজের কল্যাণে কাজ করা। ইএসডিও সহায়তা তাঁর স্বপ্নপূরণের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

 

You may also like