Home » অস্ট্রেলিয়ার বিপক্ষে কোথায় এগিয়ে বাংলাদেশ, যা বলছেন জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোথায় এগিয়ে বাংলাদেশ, যা বলছেন জ্যোতি

by নিউজ ডেস্ক

লোকায়ন ডেস্ক:
অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার)। শুরুতে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হচ্ছে। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শুরুতেই জ্যোতির কাছে জানতে চাওয়া হয় অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজ সবচেয়ে বড় কি না। জবাবে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘সো ফার দেখেন অবশ্যই, তারা বেটার সাইড বিশ্বের এবং বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা বলব আমাদের জন্য বড় একটা অভিজ্ঞতা দলের জন্য। আমরাও যেভাবে খেলে আসছি, গত ৬/৭ মাস ক্রিকেট খেলছি তারা অবশ্যই আমাদের হালকাভাবে নেয়নি তাদের স্কোয়াড দেখে (শক্তিশালী স্কোয়াড নিয়েই সফরে এসেছে অজি মেয়েরা)। এবং বিশ্বকাপও (আসন্ন উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বাংলাদেশে) এখানে। তো সবকিছু মিলিয়ে অবশ্যই যতগুলো সিরিজ খেলছি, ইন্ডিয়া বলেন পাকিস্তান, সাউথ আফ্রিকা তারা বেটার সাইড।’

অস্ট্রেলিয়ার সাথে সিরিজে বাংলাদেশ কোথায় এগিয়ে থাকবে এমন প্রশ্নে জ্যোতি বলেন, ‘প্রথমত হচ্ছে হোম কন্ডিশন, আমার মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা। তারা কখনোই তো খেলেনাই এখানে, রিসেন্টলি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট সেমই থাকে। তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে।’

বাংলাদেশের শক্তির জায়গা নিয়ে জ্যোতি বলেন, ‘যদি আমাদের দিক থেকে চিন্তা করি রিসেন্টলি সাউথ আফ্রিকা থেকে যখন খেলে আসছি আমাদের ব্যাটিংটা অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে। যখন হোমে খেলেছি ভারত পাকিস্তানের সাথে তখন মনে হয়েছে বোলিংটা অনেক বেশি শক্তিশালী। এটা ভালো দিক দলের জন্য। এখন গুরুত্বপূর্ণ কালকের দিনটা কে কিভাবে কোন ইউনিট সবথেকে বেশি কনট্রিবিউট করতে পারে দলের জন্য।’

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন